পিরোজপুরে হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২১

পিরোজপুরে হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ
নিউজটি শেয়ার করুন

 

পিরোজপুর : পিরোজপুরের ইন্দুরকানীতে তিন বছর আগে একজনকে হত্যার দায়ে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

 

সোমবার পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান এ রায় দেন।

 

দণ্ডিত হাসিবুল ইসলাম কাঞ্চন (৩৫) পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার খোলপটুয়া গ্রামের আবু বক্কর বেপারীর ছেলে।

 

২০১৮ সালের ১ নভেম্বর রেজাউল করিম রিপন হাওলাদার তার নিজ বাড়ির এলাকার উপজেলার চর বলেশ্বর থেকে বিকালে ভ্যানে করে পত্তাশী বাজারে যাচ্ছিলেন। পথে পরিবারিক বিরোধের জের ধরে একই এলাকার হাসিবুল ইসলাম কাঞ্চন রেজাউলকে কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে। এতে রেজাউল ঘটনাস্থলেই মারা যান।

 

এ ঘটনায় নিহত রেজাউলের স্ত্রী নাসরিন আক্তার হাসি ওই দিনই ইন্দুরকানী থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

রেজাউল ইন্দুরকানী উপজেলার চর বলেশ্বর গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং পত্তাশী কে সি টেকনিক্যাল কলেজের অফিস সহকারী ছিলেন।

 

তদন্ত শেষে ২০১৯ সালের ১৬ই মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার শুরু করে আদালত।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ