ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১
ভোলা : ভোলার তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণের দুইশত পিস কম্বল ও বত্রিশ বস্তা খাবার সামগ্রী জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দু’টায় উপজেলার চাঁচরা ইউনিয়নে চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন থেকে এসব কম্বল ও খাবারের বস্তা জব্দ করে শনিবার সকালে কতৃপক্ষের হেফাজতে নেয়া হয়। এসময় স্থানীয় শতশত জনসাধারণ বিক্ষুব্ধ হয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানায়।
তবে এমন চাঞ্চল্যকর ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করা যায়নি। বিভিন্ন সূত্র জানায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার স্টোর রুম থেকে এসব সামগ্রী চাঁচড়া ইউনিয়ন পরিষদে পৌছানোর কথা ছিল। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খানের মোবাইলে কল করা হলেও রিসিভ হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা জানান, জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক