পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে ১১ টি দোকান পুড়ে ছাই

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে ১১ টি দোকান পুড়ে ছাই
নিউজটি শেয়ার করুন

 

পটুয়াখালী : পটুয়াখালীর দশমিনায় আগুনে ১১ টি দোকান ভূস্মিভূত হয়ে গেছে। গত রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার চেয়ারম্যান মার্কেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। আগূনে ৭টি দোকান সম্পূর্ণএবং ৪টি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দশমিনা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত অফিসার স্টেশন অফিসার মোহাম্মদ সালাউদ্দিন মিয়া। তিনি জানান ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকা।

 

দশমিনা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন মিয়া জানান, ওই মার্কেটের ইউসুফের মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তে আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত সাড়ে ১১ টার দিকে তারা ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করলেও আগুনের লেলিহান শিখায় সাতটি দোকান সম্পূর্ণ এবং চারটি দোকান আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ