ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১
ভোলা : চরফ্যাসনে টমটমের চাপায় ফাইজা (৫) নামের এক শিশু নিহত ও নাহিদা (১০) আহত হয়েছে। তারা দুই বোন। বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চরফ্যাসন উপজেলার দুলারহাট থানাধীন মুন্সীরহাট বাজারের উত্তর পাশে সোবহান বাড়ীর দরজায় রাস্তার উপর এ ঘটনা ঘটে।
নিহত ফাইজা দুলারহাট থানার চর নুরুল গ্রামের মোঃ শাহাবুদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, ফাইজা ও নাহিদা তারা দুই বোন বাড়ী থেকে তাদের পিতার জন্য সকালের খাবার নিয়ে যাচ্ছিলেন। তারা রাস্তা পার হওয়ার সময় মুন্সীরহাট থেকে আসা ধ্রুতগামী টমটমটি গতিরোধ না করতে পেরে ফাইচা ও নাহিদার শরীরের উপরে উঠে যায় ঘটনাস্থলে ফাইজা নিহত হয় এবং নাহিদা আহত হয়।
দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোরাদ হোসেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক