ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১
পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি চাষ করতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সজল হাওলাদার (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভোরে তার মৃত্যু হয়।
এর আগে সোমবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। সজল উপজেলার গুলিসাখালী ইউনিয়নের দক্ষিণ কবুতরখালী গ্রামের মো. কাঞ্চন আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৫ জানুয়ারি) রাত ১০টার দিকে ওই শ্রমিক ট্রাক্টর দিয়ে উপজেলার দক্ষিণ কবুতরখালী গ্রামে জমি চাষ করছিলেন। এ সময় হঠাৎ তিনি ট্রাক্টর থেকে ছিটকে নীচে পড়ে চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। রাতেই গ্রামবাসীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান মিলু মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক