ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১
পটুয়াখালী : পটুয়াখালীর দশমিনা উপজেলায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের নলখোলা বন্দরের গরুর হাটসংলগ্ন ওই গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের নলখোলা বন্দরের গরুর হাটসংলগ্ন রাজু বেডিং স্টোর নামে ওই তুলার গোডাউনে আগুন লাগে।
খবর পেয়ে দশমিনা ফায়ার সার্ভিসের কর্মীরা পৌনে ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোডাউনসহ সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
গোডাউনের কর্মচারী নুরুল ইসলাম জানান, তুলা ছাঁটাইয়ের মেশিন থেকে আগুনের সূত্রপাত।
রাজু বেডিং স্টোরের মালিক রাজু বলেন, আগুনে তার প্রায় সোয়া চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
তবে দশমিনা ফায়ার সার্ভিসের ইনচার্জ সালাউদ্দিন জানিয়েছেন, আগুনের সূত্রপাত এখনও নিশ্চিত হওয়া যায়নি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক