ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১
ভোলা : ভোলার লালমোহনে দুপক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের সিকদারহাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের নাম ইউসুফ আলী আরিন্দা। তিনি একই এলাকার মৃত গফুর আলী আরিন্দার ছেলে। আহতরা হলেন- তার ছেলে শাহে আলম ও পুত্রবধূ মমতাজ।
জানা যায়, শনিবার সকালে ইউসুফ বাড়ির দক্ষিণ পাশে ফসলি জমিতে বেড়া দিতে গেলে পাশের বাড়ির আজাহার, ছিটু, ইব্রাহিম, শহিদুল, জাকির আল ইসলামদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে সংঘর্ষও বাধে। এসময় বৃদ্ধ ইউসুফ আলী হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা জেলা হাসপাতালে পাঠানোর হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক