মঠবাড়িয়ায় পানিতে ফেলে শিশু হত্যার অভিযোগ

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০

মঠবাড়িয়ায় পানিতে ফেলে শিশু হত্যার অভিযোগ
নিউজটি শেয়ার করুন

 

পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়া শাহিনুর আক্তার (৪) নামে এক শিশু লাশ সোমবার বিকেলে থানা পুলিশ উদ্ধার করে মঙ্গলবার জেলা মর্গে প্রেরণ করেছে। শিশু শাহিনুর উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের জেলে মোঃ শহিন গাজীর মেয়ে।

 

নিহত শিশুটির পিতা শহিন গাজী অভিযোগ করেন, প্রতিবেশী মৃত. ইমান উদ্দিনের ছেলে সোনামদ্দিন গংদের সাথে বহু বছর ধরে জমি সংক্রান্ত বিরোধে চলে আসছিলো। সোনামদ্দিন আমাদের বেশ কয়েকবার বাড়ি ছাড়া করবে বলে হুমকি দিয়েছে। সম্প্রতি বেশ কয়েক বার আমার বাড়ির সামনে ঘোরা ফেরা করছিলো। আমি কারন জানতে চাইলেও সে আমার ওপর চড়াও হয়। সোনামদ্দিন পরিকল্পিত ভাবে আমার মেয়েকে পানিতে ফেলে হত্যা করেছে।

 

নিহত শিশুটির দাদী হাসিনা বেগম জানান, সোমবার যোহরের আজানের পর আমি গোসল করার উদ্দেশ্যে খালের পাড়ে যাই। এসময় নাতনীকে না দেখে খুজতে থাকি। বাড়ির সামনে রাস্তার দিকে তাকিয়ে দেখি সোনামদ্দিন আমার বাড়ি থেকে রাস্তায় উঠছে। আমার মেয়ে দৌড়ে পুকুর পাড়ে গিয়ে দেখে নাতনী শাহিনুর পানিতে। সাথে-সাথে সে পুকুরে ঝাপিয়ে পরে।

 

এব্যপারে প্রতিপক্ষ সোনামদ্দিন জমি সংক্রান্ত বিরোধে সত্যতা স্বীকার করে বলেন, ওই সময় আমি আদালতের কাজে মঠবাড়িয়া শহরে ছিলাম। বাড়িতে এসে দেখি পানিতে পরা শিশুকে নিয়ে দৌড়ঝাপ করছে।

 

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক বলেন, প্রাথমিক ভাবে থানায় একটি ইউডি মামলা রুজু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ