ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০
ভোলা : ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে ছাদ থেকে পড়ে আজাদ হাওলাদার (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজাদ চরডোস গ্রামের মৃত বজলু হাওলাদের ছেলে। তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল আমিন জানান, সকালে আজাদ নিজের নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলায় কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক