ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০
পিরোজপুর : পিরোজপুরের স্বরূপকাঠিতে অজ্ঞাত এক যুবকের অর্ধ গলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী বলদিয়া ইউনিয়নের গগন গ্রামের বেলুয়া নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা ওই নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, লাশটি অর্ধ গলিত গায়ে সাদা কালো রংয়ের একটি জ্যাকেট রয়েছে।
এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের শেষে লাশ ময়না তদন্তে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক