ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০
চরফ্যাশন : গৃহবধূর সঙ্গে অনৈতিক কর্মকান্ড করতে গিয়ে পুলিশ কনস্টেবল (রেঞ্জ রিজার্ভ ফোর্স) মো. দ্বীপরাজ গণ ধোলাইয়ের শিকার হয়েছে। পুলিশ তাকে আটক করেছে।
দক্ষিণ আইচা থানায় তার বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহম্পতিবার বেলা ১২টায় সেই পুলিশ সদস্যকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল বিভাগের রেঞ্জ রিজার্ভ ফোর্সের চর নিজাম পুলিশ ক্যাম্পের কনস্টেবল মো. মো. দ্বীপরাজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ওই গৃহবধূর সঙ্গে তার বসত ঘরে (স্বামীর অনুপস্থীতে) অনৈতিক কর্মকান্ড করে।
এসময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে ওই পুলিশ কনস্টেবলকে হাতেনাতে আটক করে গণ ধোলাই দেয়। বুধবার দুপুরে দক্ষিণ আইচা থানার পুলিশ তাকে বিছিন্ন দ্বীপ চরনিজাম গ্রাম থেকে নারীসহ পুলিশ সদস্যকে আটক করেছে।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ ওসি হারুন অর রশিদ বলেন, পুলিশ সদস্য মো. দ্বীপরাজের বিরুদ্ধে নারী ধর্ষণ ও ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্যে বৃহম্পতিবার ভোলা প্রেরণ করা হয়েছে। আসামীকে দুপুরে চরফ্যাশন আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক