ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০
শেষ ওভারে আরিফুল ম্যাজিকে জয় পেল জেমকন খুলনা। আজ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে তামিম ইকবালের দল বরিশালকে ৪ উইকেটে হারিয়েছে মাহমুদউল্লাহর দল খুলনা। ১৫৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে এক বল বাকি থাকতে জয়ে পৌঁছে যায় খুলনা।
খুলনার শেষ ওভারে ২২ রান প্রয়োজন ছিল জয়ের জন্য। মিরাজের ওভারের প্রথম দুই বলেই আরিফুল দুই ছক্কা হাকালেন। পরে চতুর্থ এবং পঞ্চম বলেও আরিফুল আরও দুটি ছক্কা হাকিয়ে খুলনার জয় নিশ্চিত করেন। আরিফুল ৩৪ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন। আরিফুল ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন।
বরিশালের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ২টি, সুমন খান ২টি, মেহেদী হাসান মিরাজ ১টি ও কামরুল ইসলাম রাব্বী ১টি করে উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে বরিশাল। দলটির টপ অর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন ৪২ বলে ৫১ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন তৌহিদ হৃদয়। ১০ বলে ২১ করেন মহিদুল ইসলাম অঙ্কন। ৫ বলে ১২ করে অপরাজিত থাকেন তাসকিন আহমেদ।
খুলনার বোলারদের মধ্যে পেসার শহীদুল ইসলাম ৪ ওভারে ১৭ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। নিষেধাজ্ঞা থেকে ফিরে প্রথম ম্যাচে নেমে সাকিব আল হাসান ৩ ওভারে ১৮ রান দিয়ে ১টি উইকেট নেন। এছাড়া হাসান মাহমুদ ২টি ও শফিউল ইসলাম ২টি উইকেট শিকার করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক