ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০
ভোলা : স্বামীর সাথে অভিমান করে বিষাক্ত কীটনাশক পান করে রুজিনা (২৭) বেগম নামে ৩ সন্তানের এক জননী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে ইলিশা ইউনিয়নের সোনাডগী গ্রাম থেকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা এ লাশ উদ্ধার করেন।
ঘটনার পর থেকে নিহতের স্বামী শাহাবুদ্দিন পলাতক থাকলেও পুলিশ বলছে শাহাবুদ্দিন মেঘনা নদীতে মাছ শিকারে গেছেন।
পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর উপর অভিমান করে আসছিলেন রুজিনা। একপর্যায়ে অভিমানের মাত্রা সীমাহীন হয়ে গেলে। মানসিকভাবে ভেঙে পড়ে কোনো উপায়ন্তর না পেয়ে মঙ্গলবার ভোরে ঘরে থাকা বিষাক্ত কীটনাশক পান করে আত্মহত্যা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক রতন কুমার শীল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক