পি‌রোজপু‌রে সরকা‌রি চালসহ দুইজন আটক

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০

পি‌রোজপু‌রে সরকা‌রি চালসহ দুইজন আটক
নিউজটি শেয়ার করুন

 

পি‌রোজপু‌র : পি‌রোজপু‌রের ইন্দুরকানী‌তে পাঁচ বস্তা সরকা‌রি চালসহ দুজন‌কে আটক ক‌রে‌ পু‌লি‌শে দি‌য়ে‌ছে জনতা।

 

সোমবার (২২ নভেম্বর) সকালে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মাহাবুবুর রহমান ঘটনা সত্যতা স্বীকার ক‌রেছেন। তিনি জানান, ৫ বস্তা চালসহ দুজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। মামলা প্র‌ক্রিয়াধীন র‌য়ে‌ছে বলে জানান তিনি।

 

‌রোববার রাতে উপ‌জেলা সদ‌রের ইন্দুরকানী বাজা‌রে এ ঘটনা ঘ‌টে। আকটকৃতরা হ‌লেন- ফেয়ার প্রাইজের চালের ডিলার মোহাম্মদ বাহারুল (৫৪) ও রিকশাচালক শাহ আলম (৫৩)।

 

স্থানীয়রা জানান, রাতে নিজ গোডাউন থে‌কে রিকশাযো‌গে ৩০ কে‌জি ওজনের ৫ বস্তা চা‌ল নি‌য়ে যা‌চ্ছি‌লেন বাহারুল। এ চালগু‌লো তি‌নি বাজা‌রের আদম আলী সড়‌কের আশ্রাফ আলীর দোকা‌নে বি‌ক্রির উদ্দেশ্যে নি‌য়ে যা‌চ্ছি‌লেন। এমন সময় বাজা‌রের সাধারণ জনতার বিষয়‌টি স‌ন্দেহ হ‌লে রিকশাসহ বাহারুল‌কে আটক ক‌রেন তারা। এ সময় এ চাল কি‌সের জন্য নেওয়া হচ্ছে- এমন প্র‌শ্নে তি‌নি কোনও সদুত্তর দি‌তে পা‌রেননি।

 

প‌রে পু‌লিশ গিয়ে চা‌লের ডিলার বাহারুল‌ ও রিকশাচালক শাহ আলম‌কে আটক ক‌রে থানায় নি‌য়ে যায়।

 

আশ্রাফ আলীর দোকা‌নে তল্লা‌শি ক‌রে খাদ্য অধিদফতরের লো‌গোসমৃদ্ধ চা‌লের ৬‌টি খা‌লি বস্তা উদ্ধার ক‌রে পু‌লিশ।


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ