পটুয়াখালীতে প্রেমিকার বাসা থেকে প্রেমিকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০

পটুয়াখালীতে প্রেমিকার বাসা থেকে প্রেমিকের মরদেহ উদ্ধার
নিউজটি শেয়ার করুন

 

পটুয়াখালী : পটুয়াখালী শহ‌রের মুসলিমপাড়া এলাকায় মো. শা‌হিন মিয়ার বাসা থে‌কে বুধবার সন্ধ্যায় তানভীর রহমান (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পু‌লিশ। উদ্ধারকৃত লাশ‌টি পোষ্টম‌র্টেমের জন‌্য পটুয়াখালীর ২৫০ শয‌্যা‌বি‌শিস্ট হাসপাতাল মর্গে পাঠিয়েছে পু‌লিশ।

 

জানা যায়, দেড় বছর আগে পটুয়াখালীর এক স্কুলছাত্রীর সঙ্গে মোবাইলে পরিচয় হওয়ার পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তান‌ভির প্রায়ই প্রেমিকার বাসায় আসা-যাওয়া করতেন।

 

মঙ্গলবার বিকেলে তান‌ভির প্রেমিকার বাসায় আসেন। রাতের খাওয়া শেষে দোতলায় ঘুমাতে যান। রাতে মেসেঞ্জারে কথা বলতেন দুই জন। তখন মান অভিমানের একপর্যায়ে ছেলেটি লিখেন, তিনি মরে যাবেন। মেয়েটি জবাব দেন ‘তু‌মি মরলে মরো।’

 

পরে বুধবার (১১ নভেম্বর) দুপুরে মেয়েটির বাবা দোতলায় গিয়ে তানভিরের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ জানান, তাদের ঘনিষ্ঠার বিষয়টি উভয় পরিবারের জানা আছে । তারা বাধা হয়ে দাঁড়াননি। এ ঘটনায় মেয়েটির বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে হেফাজতে নেওয়া হয়েছে।


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ