ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০
পুলিশি নির্যাতনে রায়হান হত্যা মামলার প্রধান অভিযুক্ত এসআই আকবরকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গত মঙ্গলবার (৩ নভেম্বর) এই মামলায় সিলেটের পরিদর্শক আওলাদ হোসেনকে নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়।
কথিত ছিনতাইয়ের অভিযোগ এনে গত ১০ অক্টোবর রাতে সিলেট নগরীর আখালিয়া নিহারিপাড়ার বাসিন্দা রায়হানকে বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয়।
পরদিন ১১ অক্টোবর রায়হান মারা যান। রিকাবিবাজার এলাকার একটি রোগ নির্ণয় কেন্দ্রে চাকরি করতেন রায়হান। এ ঘটনায় ১১ অক্টোবর রাতে হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে তার স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।
নগর পুলিশের প্রাথমিক অনুসন্ধানে ফাঁড়িতে নির্যাতনের সত্যতা পেয়ে ইনচার্জের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঞাসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়। ১৩ অক্টোবর আকবর পুলিশি হেফাজত থেকে পালিয়ে গা ঢাকা দেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক