আগামী ২ দিন রাতের তাপমাত্রা বাড়বে

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২০

আগামী ২ দিন রাতের তাপমাত্রা বাড়বে
নিউজটি শেয়ার করুন

 

শীত ঘনিয়ে আসছে, তবুও জনজীবনে তাপমাত্রা বৃদ্ধি নিয়ে দুর্ভাবনা কাটছে না। এদিকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

 

আজ রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

 

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

তবে আগামী দুদিনে রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

 

আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কক্সবাজারের সীতাকুণ্ডে ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

 

সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ