ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২০
কুড়িগ্রামের উলিপুরে এক আওয়ামী লীগ নেতাকে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাক্ষর জালিয়াতি করে আজীবন বহিস্কারের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে কেন্দ্রীয় কার্যালয়ের প্যাডে সাধারন সম্পাদকের সাক্ষর করা পত্রটি ত্রুটিপূর্ন হওয়ায় সন্দেহজনকভাবে উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক বৃহস্পতিবার রাতে থানায় জিডি করেছেন।
জানা যায়, সামনের পৌর নির্বাচনকে সামনে রেখে দলী মনোনয়নের দৌড়ে বেশ এগিয়ে আছেন উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক প্রভাষক নিমাই সিংহ। কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই প্রভাষক নিমাই সিংহকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। বহিষ্কারাদেশপত্রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর রয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা সম্বলিত প্যাডে গত ১৫ সেপ্টেম্বর সংগঠনের স্বার্থপরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণ উল্লেখ করে তাকে বহিষ্কার করা হয়। ওই পত্র গত ৪ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদকসহ বিভিন্ন নেতার নামে ডাকযোগে আসে।
কেন্দ্রীয় কার্যালয়ের প্যাড এবং ওবায়দুল কাদের স্বাক্ষরিত ওই পত্রে নিমাই সিংহের নামের ভুল ছাড়াও ভাষাগত ভুলসহ ১০টি জায়গায় বানান ভুল রয়েছে। এছাড়া অনুলিপিতে কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের নামের বানানও ভুল করা হয়।
উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ও মেয়র পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী প্রভাষক নিমাই সিংহ জানান, একটি কুচক্রী মহল আসন্ন পৌর নির্বাচনে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত থেকে শুধু আমাকেই হেয় করেনি বরং দলের দ্বিতীয় সর্বোচ্চ আমার প্রাণপ্রিয় নেতা ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছেন।
এ প্রসঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু বলেন, প্রভাষক নিমাই সিংহ দলের একজন একনিষ্ঠ কর্মী। ওই বহিষ্কারাদেশপত্রটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।
উলিপুর থানার ওসি (তদন্ত) রুহুল আমীন জিডির সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক