ঢাকা ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২০
বরগুনা সদর উপজেলার ক্রোক এলাকায় বন্য শুকরের হামলায় আবদুল মন্নান (৬৫) নামের এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে সদর ইউনিয়নের ক্রোক গ্রামীণ ব্যংক সংলগ্ন এলাকায় এ-ঘটনা ঘটে। নিহত মন্নান ঢলুয়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বৃদ্ধ শাপলা তোলার জন্য বিলে গিয়েছিলেন। হঠাৎ বণ্য শুকর তার উপর হামলা করে। এসময় স্থানীয় কয়েকজন ব্যাক্তি ঘটনাস্থলে গিয়ে শুকরটিকে তাড়া করে বৃদ্ধকে উদ্ধার করে পার্শ্ববর্তী রাস্তায় নিয়ে আসে। এর কিছু-সময় পরই তিনি মৃত্যুবরণ করেন, আরো চার পাঁচ জনকে কামড়িয়ে আহত করেছে তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর, তাদের বরিশাল হাসপাতালে রেফার করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে নিহত বৃদ্ধের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক