ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০
সড়ক দুর্ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অমিত কুমার দাস মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিনি আহত হয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফেরেন।
আজ (৪ নভেম্বর) সকালে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে কুমিলা যাওয়ার পথে মহাসড়কের আমতলী নামকস্থানে পৌছান অমিতের বহনকারী গাড়ি। এসময় একটি ট্রাককে সাইড দিতে মাইলপোস্টে ধাক্কা লেগে তার বহনকারী প্রাইভেটকারটি উল্টে যায়। এতে গাড়িতে থাকা চালকসহ পাঁচজনই আহত হন।
পরে ঢাকা ফিরে চিকিৎসা শেষে বাসায় ফেরেন অমিতসহ অন্যরা। বুধবার সকালে ফের গুরুতর অসুস্থ হয়ে বমি করতে থাকেন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অমিত কুমার দাস বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ক্যাম্পাসে ভর্তির পরেই ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। প্রথমে তিনি তুহিন-জাহাঙ্গীর কমিটির সদস্য ও পরে আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হন। পরে ২০১৪ সালের ডিসেম্বরে তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনোনীত হন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার সদর উপজেলার অম্বিকাপড় গ্রামে।
বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে অমিতের ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্ত শেষ হলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক