ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০
পটুয়াখালী : পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন লাভলুকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িকভাবে বহিস্কার করা হয়।
একইদিন অপর এক নোটিশে তাকে কেন চুড়ান্তভাবে অপসারণ করা হবে না তা পত্র প্রাপ্তির ১০ দিনের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২ আগষ্ট কেশবপুর ইউনিয়নের দুই যুবলীগ নেতাকে খুন করা হয়। ৪ আগষ্ট কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লাভলুকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় বর্তমানে কারাগারে আছেন মহিউদ্দিন লাভলু।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক