ভোট ডাকাতির সুযোগ থাকবে না বলেই পিআর পদ্ধতির নির্বাচনকে ভয়

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫

ভোট ডাকাতির সুযোগ থাকবে না বলেই পিআর পদ্ধতির নির্বাচনকে ভয়
নিউজটি শেয়ার করুন

 

জামায়াতে ইসলামীর নায়েবে আমির, সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। ভোট ডাকাতির সুযোগ থাকবে না বলেই কেউ কেউ পিআর পদ্ধতির নির্বাচনকে ভয় পায়।’ তিনি বলেন, যারা নির্বাচনের আগেই সংসদে ২৮০ আসন পাওয়ার দাবি করে নিজেরাই একক সরকার গঠনের ঘোষণা দেয়, তারাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বাধা সৃষ্টি করবে। তারা মূলত হাসিনা মার্কা যেনতেন একটি নির্বাচন চায়।

 

 

গতকাল মঙ্গলবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত-পঙ্গুত্ব বরণকারীদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠানের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে বাংলাদেশকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন জামায়াতের নায়েবে আমির। তিনি বলেন, জনগণের প্রত্যাশিত সরকার গঠিত না হলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে, মানুষ মত প্রকাশের স্বাধীনতা হারাবে এবং রাষ্ট্র কর্তৃক জুলুমের শিকার হবে।

 

 

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আবদুস সবুর ফকিরের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মহানগরীর সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, ঢাকা-৫ আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৬ আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মহানগরীর সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহত-পঙ্গুত্ব বরণকারীদেরসহ ১৯৪৭ থেকে ২০২৪ পর্যন্ত দেশের জন্য আত্মদানকারী সব বীরের জন্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ