ঢাকা ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫
রাজধানীর ধানমন্ডিতে রিনা ত্রিপুরা নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ও মোবাইল নিয়ে গেছে ছিনতাইকারীরা।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ধানমন্ডির মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।
রিনা ত্রিপুরার ভাই জুয়েল ত্রিপুরা বলেন, আমার বোন মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। আজ ভোরে রিকশা নিয়ে যাওয়ার সময় কলেজের সামনে দুই ছিনতাইকারী তার মাথায় ও কাঁধে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ও একটি মোবাইল নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।
তিনি বলেন, আমাদের গ্রামের বাড়ি বান্দরবানের থানচি উপজেলারর বিদ্যামনি এলাকা। আমার বোন মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলে থাকতো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ধানমন্ডি থেকে এক ছাত্রী ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে এসেছে। তাকে ২০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি তার কাছে থেকে একটি ভ্যানিটি ব্যাগ ও মোবাইল নিয়ে গেছে ছিনতাইকারীরা। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক