দুমকিতে মাদ্রাসা শিক্ষককে চাকরিতে পুর্নঃবহালের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫

দুমকিতে মাদ্রাসা শিক্ষককে চাকরিতে পুর্নঃবহালের দাবিতে মানববন্ধন
নিউজটি শেয়ার করুন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি মুরাদিয়া মহিলা ফাজিল মাদ্রাসার আরবী বিভাগের প্রভাষক ও উপাধ্যক্ষ (অবৈতনিক) মোহাম্মদ মজিবর রহমান (ইনডেক্স-৩৬৫৬২৫)কে অন্যায়ভাবে চাকরিচ্যুত করার প্রতিবাদে এবং চাকরিতে পুনঃ বহালের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

 

 

রবিবার ১১ টায় মাদ্রাসার মুল ফলকের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধনে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও জমিদাতা সদস্য এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান বলেন, ১৯৮০ সালে আমার পৈত্রিক জমিতে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠান প্রধান হিসেবে সুনামের সাথে দ্বায়িত্ব পালন করেছি অথচ বিগত ফ্যাসিস্ট আমলে একটি চক্র অন্যায়ভাবে আমার ছেলে আরবী বিভাগের প্রভাষক মাওলানা মোহাম্মদ মজিবুর রহমানকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে চাকরিচ্যুত করা হয়।

 

 

বর্তমানে তার ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করছে। আমরা বিএনপি পরিবার এটাই আমাদের অপরাধ। এজন্যই আমার ছেলে মোহাম্মদ মজিবুর রহমানকে চাকরিচ্যুত করার জন্য নগ্নভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। তাই তাকে চাকরিতে পুনঃ বহালের জন্য সরকারের কাছে দাবী জানাই।

 

 

এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ইদ্রিস মিয়া,দাতা পরিবারের সদস্য আবদুল হাই মৃধা, স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন ও অভিভাবক আঃ করিম গাজী প্রমূখ।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ