বরিশালে ডেঙ্গু ও করোনা সচেতনতায় মাঠে নামলো এনসিপি

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৫

বরিশালে ডেঙ্গু ও করোনা সচেতনতায় মাঠে নামলো এনসিপি
নিউজটি শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :: ডেঙ্গু নিয়ন্ত্রণ, করোনা প্রতিরোধ এবং নগর পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির বরিশাল মহানগর & জেলা শাখার উদ্যোগে বরিশাল নগরীতে এক ব্যতিক্রমী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

 

 

উক্ত কর্মসূচির নেতৃত্ব দেন বরিশাল জেলা শাখার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা এবং যুগ্ম সমন্বয়কারী মোঃ তামিমুল হাসান। সকাল ১০টা থেকে টাউন হল চত্বর ও সদর রোড এলাকায় এই কর্মসূচি পরিচালিত হয়। ক্যাম্পেইনে অংশগ্রহণকারী দলীয় নেতাকর্মীরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও লিফলেট নিয়ে জনগণের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।

 

 

কর্মসূচির মূল কার্যক্রমের মধ্যে ছিলো ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানির উৎস চিহ্নিত করা ও সেগুলোর ওপর নজরদারি বিষয়ে প্রচার। করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানো। নগর পরিচ্ছন্নতার অংশ হিসেবে ফুটপাথ ও আশপাশের সড়ক ঝাড়ু দিয়ে পরিস্কার রাখা। পথচারী ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ।

 

 

দুপুরে ক্যাম্পেইন শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক এবং বরিশালের সিভিল সার্জনের দপ্তরে গিয়ে দুটি পৃথক স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে বরিশাল নগরীতে নিয়মিত ফগার মেশিন ব্যবহার, পরিচ্ছন্নতাকর্মীর সংখ্যা বৃদ্ধি, স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম জোরদার করার দাবি জানানো হয়।

 

 

যুগ্ম সমন্বয়কারী মোঃ তামিমুল হাসান বলেন, “আমরা চাই সকল নাগরিক স্বাস্থ্যবিধি মেনে চলুক এবং প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে। পরিচ্ছন্নতা এবং জনস্বাস্থ্য রক্ষায় এমন সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

 

 

প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা ছাড়াও এই কর্মসূচিতে দলের অন্যান্য নেতা ও স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়, তারা ভবিষ্যতেও জনস্বাস্থ্য, পরিবেশ ও নাগরিক অধিকার বিষয়ক এমন সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করবে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ