ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৫
সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহার ছুটিতে যখন সারা দেশের মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ উদ্যাপনে মেতে উঠেছেন, তখনও নওগাঁর পোরশা উপজেলায় নিরলসভাবে জনসেবা দিয়ে যাচ্ছেন পরিবার পরিকল্পনা বিভাগের একদল নিবেদিতপ্রাণ কর্মী। ঈদের ছুটিতেও উপজেলার ৩টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব-পরবর্তী স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা বিষয়ক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী, নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) শামীমা আকতার এবং সহকারী পরিচালক (সিসি) ডাঃ মামুনুল হকের তত্ত্বাবধানে এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
জানা গেছে, গত ৫ জুন থেকে ঈদের ছুটি শুরু হলেও স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ হয়নি। ছুটির দিনগুলোতেও সেবা পাওয়া পরিবারগুলোর সদস্যরা জানান, জরুরি প্রয়োজনে সেবা পেয়ে তারা অত্যন্ত খুশি। অনেকের ধারণা ছিল, ছুটির সময় চিকিৎসাসেবা পাওয়া কঠিন হবে, কিন্তু মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও পরিবার পরিকল্পনা বিভাগের এমন উদ্যোগে তারা স্বস্তি পেয়েছেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি, অতিরিক্ত দায়িত্ব) ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, “গর্ভবতী মা ও নবজাতকের জন্য ধারাবাহিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ঈদের ছুটিতেও আমরা নিশ্চিত করেছি যেন কোনো মা বা শিশু প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত না হন। আমাদের টিম আন্তরিকভাবে কাজ করছে এবং এই সেবা দিতে পারা আমাদের জন্য গর্বের।”
এই সেবাদানে সংশ্লিষ্ট মেডিকেল অফিসার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা বিশেষ ভূমিকা রাখেন।
সেবাগ্রহীতা ও তাদের পরিবারের সদস্যরা বলেন, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের এ ধরনের মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। যখন অধিকাংশ মানুষ ঈদের ছুটিতে পরিবার নিয়ে আনন্দে ব্যস্ত, তখন এসব স্বাস্থ্যকর্মীরা নিজেদের আনন্দ উৎসর্গ করেছেন জনসেবায়। তাদের এই দায়িত্ববোধ সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক