ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৫
দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালী দুমকি উপজেলা আংগারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: হানিফ মিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার (১৩ জুন ) বিকেলে নিজ বাড়িতে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। দুমকি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আক্তার পুষ্প রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
দুমকি পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়।
এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির হোসেন , ডেপুটি কমান্ডার মো: সোহরাব শরীফ, বীর মুক্তিযোদ্ধা মো: গোলাম রাজ্জাক খান,আবদুল মজিদ মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ মিয়া জলিশা গ্রামে তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মরহুম মো: হানিফ তিন ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক