ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২৫
পিরোজপুর:: পিরোজপুরের নাজিরপুরে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে এক তরুণীর অনশনের খবর পাওয়া গেছে। উপজেলার শেখমাঠিয়া ইউনিয়নের গড়ঘাটা গ্রামের আজহার আলী শেখের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
অনশনে থাকা তরুণীর হবিগঞ্জ জেলার লাখাইল উপজেলার লাখাইল গ্রামে।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে গড়ঘাটা গ্রামে গিয়ে দেখা যায়, ঘর তালা দিয়ে পালিয়ে গেছেন প্রেমিক আব্দুল্লাহ ও তার পরিবার। বাড়ির সামনে তরুণী রাস্তায় অবস্থানকালে সাংবাদিকদের আসার খবর পেয়ে বাড়ি আসেন প্রেমিক আব্দুল্লাহর মা ও স্থানীয়রা। এসময় তরুণীর ওপরে মারমুখী অবস্থান নেয় পরিবার।
অনশনরত তরুণী স্ত্রীর স্বীকৃতি না পেলে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন।
ওই তরুণী বলেন, আব্দুল্লাহ শেখ চাকুরির সুবাদে হবিগঞ্জে যাতায়াত করত। সেখান থেকে আমাদের পরিচয়। এরপরে আমাদের তিন মাসের প্রেম। এর মধ্যে গত রোজার ঈদের দিন আমাকে ফোন করে ওর বাসায় আসতে বলে। আব্দুল্লাহ শেখ ব্যাচেলর থাকে, সঙ্গে থাকে আরো কয়েকজন। তারা সবাই গ্রামের বাড়িতে চলে গেলে সেই সুযোগ আমাকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর স্থানীয় এক হুজুরকে ডেকে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে করে আব্দুল্লাহ। এরপর এক সপ্তাহে ধরে আমরা ওই বাসায় স্বামী-স্ত্রী হিসেবেই থাকি।
তিনি আরও বলেন, কিছু দিন আগে আমি জানতে পারি আব্দুল্লাহর বিয়ে ঠিক হয়েছে। এটা জেনে আব্দুল্লাহকে কল দিলে সে আমার সঙ্গে যোগাযোগ কমিয়ে আমাকে তালাক দেওয়ার হুমকি দেয়। এরপর থেকে আমার সঙ্গে আর যোগাযোগ না হলে আমি আব্দুল্লাহর গ্রামের বাড়ি আসি। ওর পরিবার ও স্থানীয়রা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমাকে যদি আব্দুল্লাহ ও তার পরিবার স্ত্রীর মর্যাদা না দেয় তাহলে আত্মহত্যা করবো।
স্থানীয়রা জানান, এমন ঘটনা আমরা এর আগে দেখি নাই, তাই দেখতে আসছি। আবার অনেকে বলেছেন, তার কাছে যদি বিয়ের ডকুমেন্টস বা কাবিননামা থাকে তাহলে আমরা স্থানীয়রা বসে বিষয়টি নিয়ে আলোচনা করে একটা সমাধান করবো।
আব্দুল্লাহর মা বলেন, ওই মেয়েকে আমরা চিনি না, আর আমার ছেলে ওইখানে কখনো চাকরি করে নাই। সে যদি আমার ছেলের বউ হয় তাহলে কাবিননামা দেখাতে বলেন। কাবিননামা দেখালে আমি বউ হিসেবে মেনে নেবো।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া জানান, এলাকায় এমন একটি ঘটনা ঘটেছে শুনেছি। কোনো পক্ষ থেকে অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক