বেতাগীতে এক জেলের ৩ মাসের কারাদন্ড

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০

বেতাগীতে এক জেলের ৩ মাসের কারাদন্ড
নিউজটি শেয়ার করুন

 

বরগুনা : বরগুনার বেতাগীতে এক জেলেকে ৩ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। নিষেধাজ্ঞার সময় বিষখালী নদীতে মা ইলিশ মাছ ধরার অপরাধে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে এ কারাদন্ড দেয়া হয়।

 

জানা গেছে, আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিষখালী নদীতে নিষিদ্ধজাল দিয়ে মা ইলিশ মাছ ধরার অপরাধে মো. রাকিব মল্লিক (২০) নামে এক জেলেকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সুহৃদ সালেহীন।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল- রাজীব এর অভিযোগের ভিত্তিতে নির্বাহী কর্মকর্তা বিষখারী নদীতে মা ইলিশ সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

 

বেতাগী উপজেলার কালিকাবাড়ি নামক স্থানে বিষখালী নদীতে অবৈধ জাল ( কারেন্ট জাল) দিয়ে মা ইলিশ মাছ ধরার সময় ৫ শ মিটার জাল, ১টি নৌকা ও ৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্ধকৃত ইলিশমাছ এতিমখানায় বিতরণ করা হয়।

 

জেলে মো.রাকিব মল্লিক বরগুনা জেলার বামনা উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা মো. হানিফ মল্লিকের ছেলে।


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ