ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫
আল আমিন মিলন, আত্রাই প্রতিনিধি:: নওগাঁর আত্রাই উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ দুই পরিবারের সদস্যদের হাতে মুক্তি যোদ্ধা মন্ত্রনালয় থেকে অনুদানকৃত সঞ্চয়পত্র তুলে দিয়েছেন জেলা প্রশাসন।
জানা গেছে ২৪শে মে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা গন সহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং ছাত্র প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল শহীদ পরিবারের সদস্যদের হাতে ১০ লক্ষ টাকা করে সঞ্চয়পত্র তুলে দেন।
সঞ্চয়পত্র প্রাপ্ত সদস্যরা হলেন উপজেলার তারাটিয়া গ্রামের শেখ আবু জাফর এর ছেলে গণ-অভ্যুত্থানে শহীদ শেখ ফাহমিন জাফর এবং উপজেলার শ্রীধর গুড়নই গ্রামের আবেদ আলীর ছেলে গণ-অভ্যুত্থানে শহীদ শাখিল আনোয়ার।
এসময় জেলার মোট ৮জন শহীদ পরিবারের সদস্যদের হাতে ৮০ লক্ষ টাকার সঞ্চয় পত্র বিতরণ করা হয়েছে বলে জানাগেছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক