ঢাকা ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০
ভোলা : ভোলায় ফারজানা আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুতুবা গ্রামের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. আমিনুল ইসলামের স্ত্রী।
ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন ফারজানা।
কুতুবা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. ফজলু ফরাজী জানান, নিহত ফারজানা ও আমিনুল ইসলাম খালাতো ভাই-বোন ছিলেন। গত দুই বছর আগে সম্পর্ক করে তাদের বিয়ে হয়। আমিনুল ইসলাম বোহানউদ্দিনের খেয়াঘাট এলাকায় একটি প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করেন। তারা গত ৪-৫ মাস আগে আমার বাসা ভাড়া নেন। তাদের কোনো সন্তান নেই।
তিনি আরও জানান, ফারজানার সঙ্গে তার স্বামীর প্রায়ই কথা কাটাকাটি হতো। শুক্রবার সন্ধ্যায় নিজ ঘরে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহারুল আমীন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক