ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এতে চারপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
রোববার (১৮ মে) বিকেল পৌনে ৪টা নাগাদ শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদকের নাছির উদ্দিন নাছির রয়েছেন। এছাড়া ঢাকা মহানগরসহ বিভিন্ন ইউনিটের নেতারা রয়েছেন।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে অবিলম্বে গ্রেফতার, সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করে।
তারাই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় রোববার বিকেল ৩টায় শাহবাগের বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগের সামনে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালনের একপর্যায়ে তারা শাহবাগ মোড় অবরোধ করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক