আজও সারাদেশে বৈরী আবহাওয়া থাকবে

প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০

আজও সারাদেশে বৈরী আবহাওয়া থাকবে
নিউজটি শেয়ার করুন

 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি। তবে ধীরে ধীরে নিম্নচাপ কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কক্সবাজারের রাতভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। মাছ ধরার ট্রলারসহ সব ধরণের নৌযানকে উপকূলের কাছাকাছি অবস্থানের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

 

জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে আটকা পড়েছে ৩ শতাধিক পর্যটক।

 

সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগমীকাল রবিবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। পরবর্তী ৩ দিনে আবহাওয়ার আরো উন্নতি হতে পারে।

 

এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ