ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকা থেকে এস এম মিজানুর রহমান নামের একজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তিনি নিজেকে জামায়াতে ইসলামীর সমর্থক বলে দাবি করেছেন।
শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টার কিছু আগে তাকে আটক করা হয়।
শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত। যদিও যুদ্ধাপরাধে অভিযুক্ত দলটিকে সেখানে সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়ে আসছে ডিএমপি। তা সত্ত্বেও কর্মসূচি পালনে অনড় থাকার ঘোষণা দিয়েছে দলটি।
সকালে জামায়াতকর্মীরা শাপলা চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়।
অবশ্য ১০টার দিকে পুরো শাপলা চত্বর ফাঁকা দেখা যায়। সেখানে পুলিশের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক