ঢাকা ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৩
জিহাদুল ইসলাম, নড়াইল:: নড়াইলের কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মোঃ ইকবাল মোল্যা (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ১১ অক্টোবর (বুধবার) সন্ধা ৬ টায় তার মৃত্যু হয়। নিহত ইকবাল মোল্যা উপজেলার কুঞ্জপুর গ্রামের পশ্চিম পাড়ার দ্বীন মোহাম্মদ মোল্যার ছেলে।
স্বজন সূত্রে জানা যায়, ওই দিন সন্ধার দিকে ইকবাল নিজস্ব মিটারের তারে সমস্যা দেখা দিলে পানির মধ্যে দাঁড়িয়ে ঠিক করতে গিয়েছিল।
অসাবধানতাবশতঃ লাইন দেয়া হলে বিদ্যুৎস্পৃষ্টে সে মারা যায়। নিহত ইকবালের ১০ ও ০৭ বছরের দুটি পুত্র সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া বিরাজ করছে।
এ বিষয়ে কালিয়া থানার ওসি তদন্ত মোঃ রতনুজ্জামান বলেন, ইকবাল মোল্যা পাশাপাশি দুটো ঘরে বিদ্যুৎ লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক