ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩
নাজমুল হক মুন্না, উজিরপুরঃ বরিশাল জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত হলেন উজিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর খাইরুল আলম ।
১০ অক্টোবর বিকেল তিনটায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে শ্রেষ্ঠত্ব ঘোষণা ও ক্রেস্ট প্রদান করেন জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম ।এ সময় উপস্থিত ছিলেন মোঃ শাহ্জাহান হোসেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ রেজওয়ান আহমেদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল), শারমিন সুলতানা রাখি, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল), মোঃ মতিউর রহমান, সহকারী পুলিশ সুপার (মুলাদী), রেজোয়ানা কবির প্রিয়া, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস), জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
এ সভায় তিনি সেপ্টেম্বর ২০২৩ মাসে গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক