ঢাকা ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২০
স্পোর্টস ডেস্কঃ ইনজুরিতে পড়েছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি প্রেসিডেন্টস কাপে লিগ পর্বের ষষ্ঠ ও শেষ ম্যাচে তামিম একাদশের বিপক্ষে ডান কাঁধের ইনজুরিতে পড়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক।
ম্যাচের ৩০ তম ওভারে আল আমিনের করা বলে, ইয়াসির রাব্বির ক্যাচ নিতে গিয়ে কাঁধে আঘাত পান মুশি। ব্যথা বেশি হওয়ায় তখনই মাঠ ছেড়ে যান মিস্টার ডিপেন্ডেবল। তবে তার ইনজুরি কতোটা গুরুতর সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বিসিবি’র চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান, আঘাতের স্থানে বরফ দেয়া হয়েছে। হাত ঝুলিয়ে রেখেছে৷ তবে গুরুতর কিনা এখনই বলা যাচ্ছে না। আগামীকাল পরীক্ষার পর জানা যাবে।
তার পরিবর্তে ম্যাচে উইকেটকিপিং করছেন তরুণ উইকেটকিপার ইরফান শুক্কুর।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক