বরিশালবাসীর অক্লান্ত পরিশ্রমে জয়লাভ করেছি : খোকন

প্রকাশিত: ৯:০৮ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২৩

বরিশালবাসীর অক্লান্ত পরিশ্রমে জয়লাভ করেছি : খোকন
নিউজটি শেয়ার করুন

 

বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ বলেছেন, বরিশালবাসীর অক্লান্ত পরিশ্রমে আমি মেয়র পদে জয়লাভ করেছি। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন, ভোটের মাধ্যমে আপনারা আমাকে বিজয়ী করে নেত্রীর আশা-আকাঙ্ক্ষা পূরণ করেছেন।

 

 

সোমবার (১২ জুন) রাতে নগরীর সদর রোডে নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

 

আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, আমি সর্বপ্রথম বাংলাদেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। সঙ্গে সঙ্গে বরিশাল নগরীর সকল ভোটার, জনগণ এবং আমার দলের সকল নেতাকর্মী যারা নির্বাচনে জড়িত ছিলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

 

 

তিনি আরও বলেন, নির্বাচনের ইশতেহারে আপনাদের প্রতি দেওয়া সকল অঙ্গীকারসমূহ বাস্তবায়নে সচেষ্ট থাকবো। আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন।

 

 

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ