গলাচিপায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, জুন ১০, ২০২৩

গলাচিপায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নিউজটি শেয়ার করুন

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: জেলার গলাচিপা উপজেলার চর বিশ্বাসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর হয়েছে। শুক্রবার (৯ জুন) বিকাল ৩টার দিকে খেলার সময় কোনো এক ফাঁকে পুকুরের পানিতে পড়ে যায় ওই দুই শিশু।

 

চর বিশ্বাস ৪ নম্বর ওয়ার্ডের আশ্রয় কেন্দ্রের জিয়া তালুকদারের ছেলে দ্বীন-ইসলাম (৪) ও আল-আমিন তালুকদারের ছেলে আরিফুল (৪) পনিতে ডুবে শিশু দুটি মারা যায়।

 

 

দ্বীন-ইসলাম ও আরিফুলের বাবা মা সাংসারিক কাজে ব্যস্ত ছিল৷ তারা কিছু সময় পরে দ্বীন-ইসলাম ও আরিফুলের খোঁজ করলে কোথাও খোঁজাখুঁজি করে না পেয়ে এক পর্যায়ে বিকাল ৪টার দিকে পুকুরের পানিতে খুঁজে তাদের মরদেহ উদ্ধার করেন।

 

 

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিশু দু’টির জানাজা দিয়ে তাদের লাশ দাফন করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোনিত কুমার গায়েন বলেন, পানিতে ডুবে দুইটি শিশুর মুত্যুর খবর পাওয়া গেছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ