উজিরপুরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জুন ৩, ২০২৩

উজিরপুরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
নিউজটি শেয়ার করুন

 

উজিরপুর প্রতিনিধি:: বরিশাল জেলার উজিরপুরে ১কেজি ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী জোসনা বেগম(২২) কে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

শুক্রবার (২ জুন) রাত্র সাড়ে ১১ টার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডে দক্ষিণ মাদার্শী বাদল রাড়ির ভাড়ার বাড়ি থেকে জোসনা বেগম কে গ্রেফতার করে পুলিশ।

 

 

স্থানীয়ভাবে জানা যায়, গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী পূর্ব পরমানন্দ সাহা গ্রামের ফয়সাল হাওলাদারের স্ত্রী জোসনা বেগম।

 

 

এ ঘটনায় সকাল উজিরপুর মডেল থানায় এসআই খায়রুল আলম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে ।

 

 

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক বিক্রেতা কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১ কেজি ২৫ গ্রাম- গাঁজা উদ্ধার করা হয়। যাহার বাজার মূল্য ৪১ হাজার টাকা।

 

 

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো.কামরুল আহসান জানান, জিজ্ঞাসাবাদে ওই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন মাদক ব্যবসার সম্পৃক্ততার দায় স্বীকার করে। গ্রেফতারকৃত শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ