ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, মে ৩১, ২০২৩
নিজস্ব প্রতিবেদক:: আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন এর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু’র ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের নৌকা মার্কার পক্ষে গণসংযোগ করছেন বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নুরুল হুদা।
বুধবার (৩১ মে) বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বরিশাল নগরীর জেলা স্কুল এলাকা থেকে শুরু করে ১০ নং ওয়ার্ডের বাসিন্দাদের কাছে গিয়ে সরকারের নানামুখি উন্নয়নের কথা বলে নৌকার পক্ষে গণসংযোগ করছেন তিনি।
এসময় উপজেলা ভাইস-চেয়ারম্যান নুরুল হুদার সাথে গণসংযোগে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক কামাল হোসেন বিপ্লব, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি খলিলুর রহমান বালী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক সুমম রায় সুমন, সাবেক ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম দুলাল, মশিউর রহমান সুমন, ওয়াহিদ তালুকদার, মাসুম তালুকদার, মাহামুদুল হাসান বাবু, জামিল হোসেন অপু, বানারীপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি রুহুল আমিন শুভ, ছাত্রলীগ নেতা পারভেজ মল্লিক প্রমুখ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক