বরিশালে ২৫ লাখ রেনুপোনাসহ আটক ২

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, মে ২১, ২০২৩

বরিশালে ২৫ লাখ রেনুপোনাসহ আটক ২
নিউজটি শেয়ার করুন

 

বরিশালে ড্রামভর্তি ২৫ লাখ নিষিদ্ধ গলদা চিংড়ির রেনুপোনাসহ ২ জনকে আটক করেছে নৌ পুলিশ।

 

 

বরিশাল অঞ্চলের নৌ-পুলিশ সুপার কফিল উদ্দিনের নেতৃত্বে দপদপিয়া ব্রিজের টোল প্লাজা এলাকায় কুয়াকাটা থেকে ছেড়ে আসা একটি ট্রাককে অভিযান পরিচালনা করে ৫৫টি ড্রামভর্তি এই রেনুপোনা জব্দ করা হয়।

 

এসময়ে চালক ইব্রাহীম ও হেলপার রাব্বিকে আটক করা হয়।

 

পরে পুলিশ সুপার কফিল উদ্দিনের উপস্থিতিতে কৃতনখোলা নদীতে পোনাগুলো অবমুক্ত করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ