ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০
ভান্ডারিয়া : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা ইউনিয়নের চরখালী এলাকা থেকে সোমবার দুপুরে ১কেজি গাঁজাসহ কবির হোসেন হাওলাদার(৪৫)নামের এক মাদক কারবারীকে আটক করেছে পিরোজপুর গোয়েন্দা পুলিশের একটি দল।
সে চরখালী গ্রামের ছালাম হাওলাদারের ছেলে এবং স্থানীয় ইউপি সদস্য মো. মনির হোসেন হাওলাদারের সৎ ভাই।
গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. ওয়ালি উল্লাহ জানান, মাদক বিক্রিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারী কবির হোসেনকে তার বাড়ীর সামনে থেকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়।
ভান্ডারিয়া থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, এঘটনায় পিরোজপুর গায়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মিলন হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক