দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকীতে থানা চত্ত্বরের ১০০ গজের মধ্যে একটি ফ্লাট বাসায় দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সাতই মে রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে স্থানীয় আহমেদ হারুন কারিগরি কলেজের শিক্ষিকা রুমা আক্তারের ভাড়া বাসায় এ চুরি সংঘটিত হয়।
এঘটনায় ভুক্তভোগী শিক্ষিকার ভাই মো. নজরুল ইসলাম বাদী হয়ে রবিবার রাতে দুমকি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা এজাহার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত বাসায় তালা লাগিয়ে সকাল সাড়ে নয়টায় কলেজে যান কলেজ শিক্ষিকা রুমা। ক্লাশ শেষে বাসায় ফিরে এসে সামনের ফটকের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান।
শয়নকক্ষে গিয়ে দেখেন আলমারির তালা ভাঙ্গা এবং সেখানে রক্ষিত প্রায় ১০ভরি স্বর্নালংকার নেই। তাৎক্ষণিক তিনি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সন্দেহ ভাজন একজন ইলেকট্রনিক মিস্ত্রিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেন। চুরি হওয়া স্বর্ণালঙ্কারের বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা। এদিকে এ ঘটনায় মামলা গ্রহণ করতে পুলিশের বিরুদ্ধে সময় ক্ষেপন করার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন সন্দেহ মূলক একজনকে ধরা হয়েছে তাকে কোটে চালান করা হয়েছে