ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, মে ৮, ২০২৩
দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্য আইন বাস্তবায়নে বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫টি চরঘেরা ও দুটি চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
সোমবার সকালে বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিনের নেতৃত্বে উপজেলার সন্ধ্যা নদী ও এর শাখা খালে অভিযান চালিয়ে এ জালগুলো জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য অর্ধলক্ষাধিক টাকা।
পরে বানারীপাড়ার লঞ্চ টার্মিনালের পাশে সন্ধ্যা নদীর তীরে জব্দকৃত নিষিদ্ধ এ জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী প্রমুখ।
এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, জাটকা ও দেশীয় প্রজাতির মাছ রক্ষায় জিরো টলারেন্সে অবস্থান নিয়ে এ অভিযান অব্যাহত থাকবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক