সাপাহারে দাখিল পরীক্ষা কেন্দ্র থেকে ৩ শিক্ষক প্রত্যাহার

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, মে ৭, ২০২৩

সাপাহারে দাখিল পরীক্ষা কেন্দ্র থেকে ৩ শিক্ষক প্রত্যাহার
নিউজটি শেয়ার করুন

 

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার সরফ তুল্লাহ ফাযিল মাদ্রাসার দাখিল পরীক্ষার কেন্দ্র থেকে ৩ শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।

 

 

রোববার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট শারমিন জাহান লূনা দাখিলের গনিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে দায়িত্বে অবহেলার দায়ে ৩ শিক্ষককে এক বছরের জন্য সকল পাবলিক পরীক্ষার দায়িত্ব থেকে প্রত্যাহার করেছেন।

 

 

প্রত্যাহার হওয়া শিক্ষকরা হলেন- উপজেলার চাঁচাহার ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ গোলাম রাব্বানী, হাপানিয়া ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আজিজুর রহমান এবং পাহাড়ীপুকুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মোরসালিন।

 

 

কেন্দ্রসচিব অধ্যক্ষ মোঃ মোসাদ্দেক হোসেন শিক্ষক প্রত্যাহারের বিষয়টি স্বীকার করে জানান, সহকারী কমিশনার (ভুসি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট কর্তৃক ওই ৩ শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ