ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ, মে ৩, ২০২৩
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: ঢাকা–কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মো. স্বপন মিয়া (৪৯) নামে এক মাদক কারবারিকে ৫ হাজার ৭০০ পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ৮টায় বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত দপদপিয়া সেতুর টোল প্লাজা সংলগ্ন মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মো. স্বপন মিয়া (৪৯) রাঙামাটি জেলার কাউখালী থানার কচুখালী এলাকার মো. আ. মোতালেবের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-কুয়াকায়াটা মহাসড়কে ইমরান ট্রাভেলস নামক একটি বাসে তল্লাশি চালানো হয়।
এসময় বাসের এফ-১ সিটের যাত্রী স্বপন মিয়াকে তল্লাশি করে এসব ইয়াবা জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক