ঢাকা ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৩
ঝালকাঠিতে ঈদের ছুটিতে নানা বাাড়িতে বেড়াতে গিয়ে খালের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার নবগ্রামের বাউকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো নবগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামের কামাল হাওলাদারের দুই মেয়ে সোনালী (৮) ও রূপালী (৬)। তাদের নানার নাম শাজাহান মিয়া।
স্বজনরা জানান, দুপুরে দুই বোন গোসল করতে নেমে পার্শ্ববর্তী খালে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকেলে দুই শিশুর মৃতদেহ খালে ভাসতে দেখে পরিবারের কাছে খবর দেয়। স্বজনরা গিয়ে খাল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে। দুই শিশুর মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ বলেন, দুই বোন পানিতে ডুবে গেলে তাদের অনেক খোঁজাখুঁজি করার পরে বিকেলে লাশ উদ্ধার করা হয়। দুই বোন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করতো। তাদের লাশ বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক