ঢাকা ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দুই মোটরসাইকেলের সংঘর্ষে বরিশাল মহানগর কৃষক দলের আহ্বায়ক জিয়াউল আহসান শামীম (৫১) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম নগরের ৩০ নম্বর ওয়ার্ডের চৌমাথা এলাকার মৃত আবুল কাশেম ব্যাপারীর ছেলে। তিনি দুই সন্তানের জনক। সড়ক দুর্ঘটনায় কৃষক দলের আহ্বায়কের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ইমাম হোসেন জানান, শামীম মোটরসাইকেলে বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। তিনি সড়কের বাঁ পাশে ছিলেন। বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগামী মোটরসাইকেল রং সাইডে এসে পড়লে শামীমের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলের দুজনই আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরে শামীম মারা যান।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক