উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৩

উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
নিউজটি শেয়ার করুন

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ২ এপ্রিল রবিবার ভোরে উপজেলার বড়াকোঠা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

 

স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার বড়াকোঠা ৩নং ওয়ার্ডের মোঃ ইউসুফ হোসেন হাওলাদারের ছেলে শামিম হাওলাদার (২৫)নিজের পুকুরে মটার দিয়ে পানি সেচ করারস সময় বৈদ্যুতিক তাড়ে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটে পড়ে। এসময় পরিবারের লোকজন ও স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় শামিমকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত্যু ঘোষণা করেন।

 

 

এদিকে ওই যুবকের অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো উপজেলা জুড়ে শোকের ছায়া নেম আসে।

 

 

 

এ ব্যপারে উজিরপুর মডেল থানার ওসি তদন্ত তৌহিদুজ্জামান সোহাগ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ